আরজি কর আন্দোলনের সময় স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয় হয়েছে, কড়া ব্যবস্থা নেবে রাজ্য

আরজি করের ঘটনার জেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

এ দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা স্বাস্থ্যসাথীর অপব্যবহারের প্রসঙ্গ তোলেন। বিধায়ক প্রশ্ন করেন, ‘আমরা শুনেছি আরজি কর কাণ্ডের সময় স্বাস্থ্যসাথী কার্ডের অনেক অপব্যবহার হয়েছে। এ ব্যাপারে রাজ্য কি জানে? রাজ্য কি কোনও পদক্ষেপ করবে?’ বিধায়কের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে সেই প্রমাণও রয়েছে।’ এর পরেই মমতার সংযোজন, ‘স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

Comments are closed.