উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিতে চলেছে সংসদ। স্কুলগুলোতে পাঠানো হচ্ছে মেটাল ডিটেক্টর। গত বছর স্পর্শকাতর কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়েছিল।এ বছর থেকে সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা সংসদ।
এবছর পরীক্ষার্থীদের তল্লাশিতে আর পুলিশ থাকছে না। এবছর সেকাজ করবেন কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ থেকেই তুলে দেওয়া হবে একটি ‘মেটাল ডিটেক্টর’।
কয়েক বছর ধরে পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। গতবার থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বেশ কিছু কঠোর পদক্ষেপ করা হয়।
তার মধ্যে অন্যতম ছিল, স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেখানে ‘মেটাল ডিটেক্টর’ এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি।
একটি করে ‘মেটাল ডিটেক্টর’ স্কুলগুলিকে দেওয়া হলেও এর মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করাতে বেশ খানিকটা সময় লেগে যায়। তাই স্কুলগুলিকে কোনও প্রশাসনিক দপ্তর থেকে আরও একটি ‘মেটাল ডিটেক্টর’ জোগাড় করার পরামর্শ দিয়েছে সংসদ।
Comments are closed.