ছত্তিসগড়ে গুলির লড়াইয়ে ২ মাওবাদীর মৃত্যু, দাবি পুলিশের

পুলিশি এনকাউন্টারে এক মহিলা সহ দুই মাওবাদীর মৃত্যু হল ছত্তিসগড়ের দান্তেওয়াড়া ও সুকমা জেলার সীমান্ত অঞ্চলে।
সূত্রের খবর, মাওবাদীদের খোঁজে বুধবার ভোর ৫ টা নাগাদ গন্ডেরা গ্রামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি দল যৌথভাবে হানা দেয়। সেই সময় আচমকা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে মাওবাদীরা। পুলিশ সূত্রে খবর, গুলি ছুঁড়তে ছুঁড়তে মাওবাদীরা দান্তেওয়ড়া-সুকমা জেলার সীমান্ত এলাকার একটি জঙ্গলে ঢুকতে থাকে। দুই পক্ষের গুলির লড়াইয়ে এক মহিলা সহ দুই মাওবাদী নিহত হন বলে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ইনসাস রাইফেল ও একটি ১২ বোর বন্দুক। এছাড়াও, মাওবাদী পত্রিকা, কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস ওই জায়গা থেকে উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।
এই পুলিশি এনকাউন্টারে সঙ্গ দেয় ‘দান্তেশ্বরী লাড়কি’ নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের মহিলা কমান্ডাররা। ৩০ জনেরও বেশি এই দলটিতে রয়েছে পুলিশের কাছে আত্মসমর্পণকারী মহিলা মাওবাদী ও মাওবাদীদের স্ত্রীরা।

Comments are closed.