সিবিআই বনাম রাজীব কুমার মামলায় শুক্রবার রায় দেবে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সিবিআই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে সারদা চিট ফান্ড মামলায় তথ্য বিকৃতির অভিযোগ এনেছিল। এই অভিযোগের ভিত্তিতে রাজীব কুমার পাল্টা জানিয়েছিলেন, সিবিআইয়ের প্রাক্তন অন্তর্বর্তীকালীন অধিকর্তা নাগেশ্বর রাওয়ের স্ত্রী এবং মেয়ের সঙ্গে যুক্ত সংস্থা নিয়ে তদন্তের জন্যই সিবিআই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করছে।
দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সেই জেরাতেও রাজীব কুমার সহযোগিতা করেননি বলে তাঁকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে আর্জি জানায় সিবিআই। রাজীব কুমারের আইনজীবী পালটা জানিয়েছিলেন, শিলংয়ে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং আদালতে জমা দিক সিবিআই। এর আগে এই মামলায় রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রক্ষাকবচ তুলে নেওয়ার জন্য বারবার আদালতে আবেদন জানায় সিবিআই। এই মামলাতেই শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না রায় দেবেন বলে জানা গিয়েছে।
Comments are closed.