তাঁর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী, এই মর্মে নরেন্দ্র মোদীকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী নিঃশর্ত ক্ষমা না চাইলে, মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
গত ১৫ ই মে ডায়মন্ড হারবারে একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে আগেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
মোদীকে পাঠানো আইনি নোটিসে জানানো হয়, জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের নাম না করে মোদীর ‘দিদি’ ও ‘ভাতিজা’কে উদ্দেশ্য করে ভুয়ো অভিযোগ করেছেন। অভিষেকের আইনজীবীর আরও অভিযোগ, প্রকাশ্য সভা থেকে তাঁকে ‘গুণ্ডা’ বলে দুর্নীতি ও তোলাবাজি ইস্যুতে মিথ্যা অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ভোটের ফল বেরোলে অভিষেককে জেলে ভরারও হুমকি দেন নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সাধারণ মানুষের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। তৃণমূল সাংসদের দাবি,তাঁর বিরুদ্ধে করা অভিযোগের নির্দিষ্ট প্রমাণ দিতে হবে প্রধানমন্ত্রীকে, অন্যথায় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে।
Comments are closed.