আম্বানীর পর আদানি, নিউজ পোর্টাল thewire-এর বিরুদ্ধে সমস্ত মানহানির মামলা প্রত্যাহার করতে চলেছে আদানি গ্রুপ
ভোট গণনার ঠিক ৪৮ ঘণ্টা আগে কংগ্রেস নেতা ও ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে অনিল আম্বানীর রিলায়েন্স। এবার কি একই পথে আদানিও? গণনার ঠিক আগের দিন এই প্রশ্ন উঠছে কারণ একটি ট্যুইট। সংবাদ সংস্থা আইএএনএস বুধবার বিকেল ৪ টে নাগাদ একটি ট্যুইট করে। তাতে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের কথা বলে জানানো হয়, সর্বভারতীয় নিউজ পোর্টাল thewire এবং তার সম্পাদকদের বিরুদ্ধে করা সবকটি মানহানির মামলা প্রত্যাহার করে নিচ্ছে আদানি গ্রুপ। আমেদাবাদের একটি আদালতে এই মামলা চলছে।
আদানি গোষ্ঠীর আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড সর্বভারতীয় নিউজ পোর্টাল thewire-এর বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করেছিল। পাশাপাশি একই গোষ্ঠীর আদানি পেট্রোনেট পোর্ট দহেজ লিমিটেডও একটি মানহানির মামলা করেছিল পোর্টালটির বিরুদ্ধে। এছাড়াও এই পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং এম কে ভেনু ছাড়াও সিদ্ধার্থ ভাটিয়া, মনোবিনা গুপ্ত, পামেলা ফিলিপোস ও নূর মহম্মদের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করেছিল আদানি গোষ্ঠী। ঘটনার খবর পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় পোর্টালটির প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন জানিয়েছেন, প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে সংস্থার পক্ষ থেকে লিখিত বিবৃতি দেওয়া হবে।
Comments are closed.