মিটু-র ধাক্কায় বেসামাল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড চেন, ম্যাকডোনাল্ডস। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, মহিলা ও পুরুষ কর্মীদের মধ্যে বেতন বৈষম্য সহ একগুচ্ছ অভিযোগে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন সংস্থার মহিলা কর্মীরা।
সংস্থার অফিসে, আউটলেটে প্রতিনিয়ত মহিলা কর্মীদের শারীরিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, অভিযোগ করলে বরখাস্ত করা হচ্ছে চাকরি থেকে, এমনই গুরুতর অভিযোগে আমেরিকার ২০ টি শহরে প্রতিবাদ শুরু করেছেন ম্যাকডোনাল্ডস কর্মীরা।
এপর্যন্ত সিভিল কোর্ট ও আমেরিকার ইকুয়াল এমপ্লয়মেন্ট অপর্চুনিটি কমিশনে ২৫ টি অভিযোগপত্র জমা দিয়েছেন ম্যাকডোনাল্ডসের বিক্ষোভকারীরা, যেখানে উর্দ্ধতন কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানি, অশ্লীল ইঙ্গিত সহ কয়েক দফা অভিযোগ রয়েছে। সেই সঙ্গে রয়েছে ন্যায্য বেতন ও সংস্থার নীতি বদলের দাবি।
গত ২১ শে মে সংস্থার ২৫ জন বর্তমান ও প্রাক্তন কর্মী মিলে প্রথম অভিযোগ জানিয়েছিলেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। দিন কয়েকের মধ্যেই প্রচুর মহিলা কর্মী আন্দোলনে যোগ দেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই অবস্থান ও মিছিলে সামিল হয়েছেন ডেমোক্র্যাট নেতারা। কর্মীদের দাবি ও অভিযোগকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন প্রচুর সাধারণ মানুষ ও বিভিন্ন স্বচ্ছাসেবী সংগঠনও। শিকাগো শহরে ম্যাকডোনাল্ডসের সদর দফতরের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য প্রথম নয়। ২০১৮ সালের সেপ্টেম্বরেও আমেরিকার বিভিন্ন আউটলেটের মহিলা কর্মীরা যৌন হেনস্থার অভিযোগে মুখর হয়েছিলেন। চাপের মুখে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কাজের উপযোগী পরিবেশ গড়ে তোলার দিকে নজর দেওয়া হবে, মানা হবে তাঁদের বেতন বৃদ্ধির দাবিও। কিন্তু প্রতিশ্রুতির পর এক বছর পেরিয়ে গেলেও কোনও পরিবর্তনের ইঙ্গিত না পেয়ে এবার বৃহত্তর আন্দোলনে নামলেন ম্যাকডোনাল্ডসের মহিলা কর্মীরা।
Comments are closed.