শুরু হয়েছে ঝড়-বৃষ্টি, বিপর্যয় মোকাবিলায় নবান্নে খুলল কন্ট্রোল রুম; সতর্ক করা হল জেলাগুলোকে

হওয়া অফিসের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ঝোড়-বৃষ্টি। হওয়া অফিস সূত্রে খবর, আগামী ৬ ঘন্টায় নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। এই অবস্থায় নবান্নে খোলা হল কন্ট্রোলরুম। জেলায় জেলায় পরিস্থিতির ওপর  নজর রাখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমের নম্বর ২২১৪৩৫২৬। জানা গিয়েছে, আগামী দু’দিন কন্ট্রোল রুম থেকে জেলায় জেলায় পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে। 

সমস্ত  জেলাগুলোকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, যে জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। রিলিফ সেন্টার গুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশপাশি মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে সাগর দ্বীপ থেকে ১৫০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তি বাড়াবে নিম্নচাপ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Comments are closed.