বাতিল বিপুল সংখ্যক ট্রেন, নেই তো আপনার ট্রেন বাতিলের তালিকায়?

সোমবার বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন। এদিন ইন্ডিয়ান রেলওয়ে ১৪৫ টি ট্রেন বাতিল করেছে। এই ট্রেনগুলির মধ্যে আছে এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ও মেল ট্রেন। এগুলির মধ্যে ১১৭ টি পুরো বাতিল করা হয়েছে। ২৮ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। ২১ টি ট্রেন রিশিডিউল করা হয়েছে।

ট্রেনের স্টেটাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes বা https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 লিঙ্কে ক্লিক করতে হবে ৷ বাতিল ট্রেনের তালিকা জানার জন্য indianrail.gov.in/mntes-এ যেতে হবে এবং যাত্রার তারিখ দিয়ে জানতে হবে কোন কোন ট্রেন বাতিল। তবে ট্রেন বাতিল হলেও টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। IRCTC ওয়েবসাইটের মাধ্যমে বুক করা টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং ব্যবহারকারীরা টাকা অ্যাকাউন্টে ফেরত পাবে। কাউন্টার থেকে টিকিট বুক করা যাত্রীদের রিফান্ড দাবি করতে রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে।

বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয়। যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্র্যাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

Comments are closed.