প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বাংলা। হাহাকার। কোথাও ভেসে যাচ্ছে গাছপালা তো কোথাও আস্ত বাড়ি, দোকান! চারদিকে মানুষের বাঁচতে চাওয়ার আর্তনাদ। কেবল ধ্বংসের ছবি। প্রকৃতির কাছে আজও বড্ড অসহায় মানুষ।
সোশ্যাল মিডিয়া ভর্তি যশের ধ্বংসলীলার ছবি, ভিডিও। হাহাকারের খণ্ডচিত্রে যখন সামাজিক মাধ্যমে বান ডেকেছে, তখন একটি ছবি সাময়িক হলেও হাসি ফুটিয়েছে মানুষের মুখে। যা ভাইরাল হয়েছে ফেসবুক জুড়ে।
ছবিতে দেখা যাচ্ছে কোনও একটি বাড়ির কাঁঠাল গাছ। গাছে ভরে ঝুলে বড় বড় সব কাঁঠাল। কিন্তু তাক লাগান ব্যাপার হল, প্রমাণ সাইজের সবকটি কাঁঠাল রয়েছে দড়ি বাঁধা অবস্থায়!
জানা যায়নি বাড়ির মালিক যশের হাত থেকে সাধের কাঁঠাল বাঁচাতেই তা আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে, কাঁঠালের মালিকের প্রাণে বেঁচে থাকার ভয় না থাকলেও ভবিষ্যতে কাঁঠাল খাওয়ার ইচ্ছা যে প্রবল তা বোঝা যাচ্ছে। নেটিজেনরা তারিফ করছেন, গোঁফে তেল দেওয়া কাঁঠালের মালিকের রসবোধের।
বুধবার সারাদিন ধরে দেশ দেখেছে, কীভাবে জলের তোড়ে ভিটে হারিয়ে মানুষ কাঁখে বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ আবার মরিয়া চেষ্টা করছেন গবাদি পশুকে বাঁচানোর। কাউকে দেখা যাচ্ছে কাঁধে ধান, আনাজের পুটুলি নিয়ে গলা জল পেরিয়ে চলেছেন আশ্রয় স্থানের দিকে। সর্বস্য হারানোর বেদনা সোশ্যাল মিডিয়াতেও। আকাশ ভারী করা সেই শোকের আবহে কাঁঠালের মালিক এক মুঠো টাটকা বাতাস।
Comments are closed.