মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যুতে নতুন করে থানায় FIR করলেন মৃতের স্ত্রী। নিহত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে।
আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিহতের স্ত্রীর অভিযোগ পত্রের কপি ট্যুইট করে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কুণালের কটাক্ষ, এই পরিবার সম্পর্কে আপনি বা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানেন? অভিযোগকারীর স্বামী আপনাদের নেতার দেহরক্ষী ছিলেন। মৃতের স্ত্রীর আবেদনটা একটু শুনুন। সেই সঙ্গে কুণালের অভিযোগ, এই ঘটনাতেও রাখাল বেরার উপস্থিতিতি রয়েছে। কুণাল ট্যুইটে আরও দাবি করেন, আপনাদের বিরোধী দলনেতা এই সব প্রশ্ন এড়িয়ে যেতে পারেন।
.@DilipGhoshBJP Do you or your central team know this family and this lady? Her husband was security guard of your leader. Kindly go through her appeal. Kindly observe, that Rakhal Bera is here again! Your LOP will try to avoid the questions raised by the widow. pic.twitter.com/ttIVgC4fFu
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 9, 2021
রাখাল বেরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেচ দফতরে চাকরীর নামে দুর্নীতির অভিযোগ কয়েকদিন আগেই রাখালকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হন শুভব্রত চক্রবর্তী। থানায় লিখিত অভিযোগ দিয়ে মৃত দেহরক্ষীর স্ত্রী দাবি করেছেন, ঘটনার পরে শুভেন্দুর নির্দেশেই শুভব্রতকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এম্বুলেন্স আসতে দেরি করে। সন্ধ্যায় শুভব্রতকে হাসপাতালে নিয়ে এলেও তাঁকে বাঁচানো যায়নি। ১৪ অক্টোবর তাঁর মৃত্যু ঘটে। এই পুরো ঘটনাটিতেই রহস্যের ইঙ্গিত পাচ্ছেন তিনি। প্রথমে ভয় পেলেও এখন পরিস্থিতি পাল্টানোর জেরে থানার দ্বারস্থ হয়েছেন। সম্পূর্ণার চাঞ্চল্যকর অভিযোগ, গত ২১ মে ২০২১ কয়েকজন ব্যক্তি এসে তাঁর কাছে জানতে চান এই ঘটনা নিয়ে ফোন করে কেউ কিছু জানতে চেয়েছেন কিনা ।
সব মিলিয়ে কুণালের এই বিস্ফোরক ট্যুইটের জেরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এ নিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
Comments are closed.