কেদারনাথে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। মৃত ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র পাল। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাওড়ার ভুবন মোহিনী রোডের বাসিন্দা কৃষ্ণচন্দ্র পাল। দ্বাদশীর দিন এক ট্রাভেল এজেন্সির সঙ্গে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। ৩০ জনের একটি দলের সঙ্গে কেদারনাথ যান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রুদ্রপ্রয়াগে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয় তাঁর। বুধবার সন্ধ্যায় তাঁর বাড়ির কাছে স্থানীয় থানায় মৃত্যুর খবর পৌঁছায় উত্তরাখণ্ড পুলিশ। তারপর থানা থেকেই তাঁর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার দেহ বিমানে আনা হচ্ছে কলকাতায়। কৃষ্ণচন্দ্র পালের মেয়ে এয়ারলাইন্সে চাকরি করেন। খবর দেওয়া হয়েছে তাঁকেও। অন্যদিকে উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাংলার এক যুবক। নদীয়ার কল্যাণীর ওই ওই যুবকের নাম অলোক বিশ্বাস। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। চতুর্থীর দিন বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি উত্তরকাশীতে ট্রেকিং করতে গিয়ে দৌপদী কা ডান্ডায় তুষার ধসের কবলে পড়েন ২৯ জন শিক্ষার্থী পর্বতারোহীর। তাঁদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছিল ৩ বাঙালি পর্যটক। উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM)-এর সঙ্গে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবারই তাঁদের দেহ বাড়িতে আনা হয়।
Comments are closed.