স্কুল ড্রেসে পিঠে ব্যাগ নিয়ে ‘বন্ধু কালাচাঁদ’ গানে উদ্দাম নাচলেন এক স্কুল পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সাম্প্রতিক সময়ে বর্তমান যুগের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। বর্তমান যুগে মানুষ তাদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম এখনকার প্রজন্মের কাছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। সাধারণ থেকে তারকা সকলের কাছেই ইনস্টাগ্রাম তাদের পছন্দের। এখনকার তরুণ প্রজন্ম তাদের অবসর সময়ে রিল ভিডিও বানাতে কিংবা দেখতে পছন্দ করেন। লকডাউনের পর সেই প্রবণতা বেড়েছে আরও।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি স্কুল পড়ুয়া স্কুল ড্রেসে পিঠে ব্যাগ নিয়ে নিজের বাড়ির উঠোনে ‘বন্ধু কালাচাঁদ’ গানে উদ্দাম নেচে তুমুল ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। এই ভাইরাল হওয়া ভিডিওতে যে তরুণ মেয়েটিকে দেখা যাচ্ছে তার নাম সোশ্যাল মিডিয়া অনুযায়ী এঞ্জেল স্নেহা।

এই মেয়েটি স্কুলে যাওয়ার আগে স্কুল ড্রেস পড়ে পিঠে ব্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘বন্ধু কালাচাঁদ’এ তুমুল নেচে ভাইরাল হয়েছেন। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এঞ্জেল স্নেহা, যা ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় স্নেহার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ২৮ হাজারেরও বেশি।

স্নেহের নাচ দেখেই স্পষ্ট তিনি ক্যামেরার সামনে নাচতে সচ্ছল। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায় চোখ রাখলেই নাচের একাধিক রিল ভিডিও দেখা যাবে যার ভিউজ অনেক। তিনি প্রায়ই নানা ট্রেন্ডিং গানে এমন ভিডিও বানিয়ে থাকেন। বেশিরভাগ ভিডিওই তিনি নিজের বাড়ির সামনের উঠোনেই বানান। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি বেশ কয়েকদিন আগে শেয়ার করেছিলেন তিনি। যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের কাছে ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Angel Sneha (@angel_sneha_5)

Comments are closed.