মৃত্যুর ১ বছর পরেও সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটল না। বিহার পুলিশ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে একটি খুনের মামলা রুজু করেছিল। সেই মামলার তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু সুশান্ত মৃত্যু রহস্য ধামাচাপা পড়ে আছে।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাটের মধ্যে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। যা নিয়ে উত্তাল হয় গোটা দেশ। সুশান্তের অনুরাগীরা এই মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বাঁধে হাজারো জল্পনা।
মৃত্যুর প্রথম থেকেই মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। এইমসের ডাক্তারদের নিয়ে একটি প্যানেল তৈরি করা হয়। তাঁরাও জানায়, খুন নয়, অভিনেতা আত্মহত্যা করেছেন। গত বছর আগস্টে সিবিআইয়ের হাতে সুশান্তের মৃত্যু মামলার তদন্ত ভার যায়। কিন্তু এখনও স্পষ্ট নয় আত্মহত্যা নাকি খুন।
মৃত্যুকাণ্ডে নাম জড়িয়ে পড়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর। তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল রিয়া। এই অভিযোগ আনেন সুশান্তের বাবা। ঘটনায় উঠে আসে মাদক কারবারের অভিযোগ। সুশান্তকে মাদক সরবরাহ করত রিয়া, বলে অভিযোগ ওঠে। গ্রেফতার হন রিয়া। বেশ কিছুদিন জেলে থাকার পর জামিন পান রিয়া।
তারপর আরব সাগরে এসেছে কতই জোয়ার-ভাটা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে পাক্কা এক বছর। কিন্তু অভিনেতার অকাল মৃত্যুর কারণ খুন না আত্মহত্যা? জানা গেল না আজও।
Comments are closed.