সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। আর ৪৮ ঘন্টাও বাকি নেই। আর একেবারে নির্বাচনের মুখেই বিরোধীদের অক্সিজেন যোগাল অরবিন্দ কেজরিওয়ালের দল। শনিবার AAP জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে তারা বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে। এই নিয়ে মোট ১৯ বিরোধী দল সমর্থন জানাচ্ছে যশবন্ত সিনহাকে।
শনিবার আম আদমি পার্টির পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকেই যশবন্ত সিনহাকে সমর্থনের ব্যাপারে সিলমোহর পড়ে। আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ জানিয়েছেন, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য তাঁদের শ্রদ্ধা রয়েছে। তবে তাঁরা যশবন্ত সিনহাকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম বাছাই নিয়ে একাধিকবার বৈঠক হয় বিরোধীদের মধ্যে। কয়েকজনের নাম ঠিক হলেও তাঁরা অনিচ্ছা প্রকাশ করেন। শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লাহ, গোপালকৃষ্ণ গান্ধী সরে দাঁড়ানোর পর যশবন্ত সিনহার নাম ঘোষণা করে বিরোধীরা। কিন্তু আম আদমি পার্টি তখনও তাদের মত প্রকাশ করেনি। অবশেষে অরবিন্দ কেজরিওয়ালের দল সমর্থন করায় রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের জমি আরও কিছুটা শক্ত হল বলে মনে করেছে রাজনৈতিক মহল।
Comments are closed.