আম আদমি পার্টি থেকে পদত্যাগ করলেন আশুতোষ

ব্যক্তিগত কারণ দেখিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) থেকে পদত্যাগ করলেন দলের অন্যতম মুখ আশুতোষ। বুধবার ট্যুইট করে নিজেই একথা জানিয়েছেন পদত্যাগী এই নেতা। এদিনের ট্যুইট বার্তায় আশুতোষ লিখেছেন, ‘সব যাত্রারই একটা শেষ থাকে। আপের সঙ্গে আমার পথ চলা খুব সুন্দর ও বৈপ্লবিক ছিল। আমি দল থেকে পদত্যাগ করেছি, পার্টিকে অনুরোধ করেছি আমার পদত্যাগ পত্র গ্রহণ করতে। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত।’ দল ও দলের সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এই নেতা। ২০১৪ সালে সাংবাদিকতার পেশা ছেড়ে আপে যোগ দিয়েছিলেন আশুতোষ। ধীরে ধীরে দলের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ৫৩ বছর বয়সী আশুতোষ। দল ছাড়ার কারণ ‘ব্যক্তিগত’ জানালেও, ওয়াকিবহাল মহলের মতে সম্প্রতি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব বাড়ছিল এই নেতার। সূত্রের খবর, কয়েক মাস আগের রাজ্যসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন না পেয়ে হতাশ হয়েছিলেন তিনি। পদত্যাগের অন্যতম কারণ এটাও হতে পারে বলে অনেকে মনে করছেন।

Comments are closed.