কয়লা পরিবহনে বাড়ানো হবে মালগাড়ি, বাতিল হচ্ছে ৬০০ টি যাত্রিবাহী ট্রেন! চরম ভোগান্তিতে যাত্রীরা 

তীব্র দাবদহে পুড়ছে কার্যত গোটা দেশ। এই অবস্থায় গরমের মধ্যেই রেলের ঘোষণায় আশঙ্কা বেড়েছে যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, কয়লা পরিবহনের জন্য মালগাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। সে কারণে মালগাড়িকে জায়গা করে দিতে ৬০০ টিরও বেশি যাত্রিবাহী ট্রেন সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেনগুলি চালু করা হবে বলে জানা গিয়েছে। 

রেল মন্ত্রক সূত্রে খবর, তীব্র গরমের কারণে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের চাহিদা বেড়েছে। পর্যপ্ত বিদ্যুৎ না থাকায় দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র গুজরাটের মতো রাজ্যগুলির কোথাও কোথাও ব্ল্যাক আউটের মতো পরিস্থিতির তৈরি হচ্ছে। ফলে বিদ্যুতের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত কয়লা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত। রাজ্যগুলিতে কয়লা পৌঁছে দিতে বর্তমানে ৪১৫ টি মালগাড়ি চালানো হচ্ছে। মালগাড়িগুলি যাতে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে সেকারণেই পথ তৈরি করতে ২৪ মে পর্যন্ত ৬০০ টির বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।  ট্রেনগুলির মধ্যে ৫০০ টি রয়েছে দূরপাল্লার ট্রেন। 

   

Comments are closed.