১ কোটি চিঠি, ৫০ হাজার লোক নিয়ে দিল্লি যাব, ১০০ দিনের টাকা ছিনিয়ে আনব: অভিষেক 

১০০ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য এবার বড়সড় আন্দোলনের ডাক দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জনসভা থেকে অভিষেক ব্যানার্জির হুঙ্কার, ১০০ দিনের কাজ করে বঞ্চিত এমন ১ কোটি মানুষের চিঠি ও ৫০ হাজার বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লি যাত্রা করবে তৃণমূল। সেই মতো ১৬ এপ্রিল থেকে বঞ্চিতদের ঘরে ঘরে গিয়ে তৃণমূল সই সংগ্রহ করবে বলেও ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি।

শনিবার আলিপুরদুয়ারে জনসভা ছিল তৃণমূলের। ওই জনসভা থেকেই ১০০ দিনের কাজের টাকা আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, তৃণমূলের সকল জেলাস্তরের নেতা বুধ সভাপতিদের অনুরোধ করবো, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে যাঁরা অবহেলিত তাঁদের একটা তালিকা তৈরি করুন। মানুষের কাছে গিয়ে তাঁদের চিঠি তৈরি করুন। ১৬ এপ্রিল থেকে কর্মসূচি ঘোষণা করলাম। এরপর আমার প্রতিনিধিরা গিয়ে সেই চিঠি সংগ্রহ করবে। ১ মাস পর ওই ১ কোটি চিঠি ৫০ হাজার বঞ্চিতকে নিয়ে দিল্লিতে যাব। দেখব কেন্দ্র কতদিন কান বন্ধ করে রাখে। ১০০ দিনের টাকা আমি ছিনিয়ে আনব।

Comments are closed.