চোখে ঝাপসা চশমা কেন, নিজের কেন্দ্রে গিয়ে এক বাচ্চা মেয়েকে দেখে প্রশ্ন অভিষেক ব্যানার্জির, নিলেন চিকিৎসা দায়িত্বও
ডায়মন্ডহারবারের আমতলায় একটি বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে তাঁর নজর পড়ে এক বাচ্চা মেয়ের দিকে। ওই বাচ্চা মেয়েটির চোখে ছিল একটি চশমা। আর চশমাটা ছিল বেশ ঝাপসা।
তা দেখেই তৃণমূল সাংসদ মেয়েটির মাথায় হাত রেখে এই ধরণের চশমা পরার কারণ জিজ্ঞেসা করেন। মেয়েটি জানায়, ডান চোখে সমস্যার কারণে বাম চোখে যেন বেশি চাপ না পড়ে, তাই চিকিৎসক তাকে বাম চোখের চশমা একটি ঝাপসা পরতে বলেছেন। শুনেই চমকে যান তিনি। অবাক হয়ে জানতে চান, যে চোখে ভালো দেখা যায়, সেই চোখে কেন ঘষা কাঁচের চশমা পরতে হবে। কোথায় চিকিৎসা চলছে জানতে চান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। মেয়েটির নাম, ঠিকানা ও ফোন নম্বর নোট করে নেওয়ার নির্দেশ দেন তিনি। মেয়েটির চোখের চিকিৎসার ভালোভাবে হবে বলে আশ্বাস দেন অভিষেক ব্যানার্জি। খুশি হয় বাচ্চা মেয়েটির পরিবার।
উল্লেখ্য, কয়েকবছর আগে গাড়ি দুর্ঘটনায় বাম দিকের চোখে আঘাত লাগে অভিষেক ব্যানার্জির। দীর্ঘ কয়েকবছর চিকিৎসা চলার পর সদ্য আমেরিকা থেকে চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তিনি। কালীপুজোর দিন নিজের বাড়িতে ফিরে এসেছেন তিনি। সুস্থ হয়েই ছুটে গিয়েছেন নিজের কেন্দ্রে।
Comments are closed.