ত্রিপুরার পর মেঘালয়ের ভোট প্রচারে গিয়েও বাংলা মডেলকে হাতিয়ার করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার মেঘালয়ের গারো পাহাড়ে জনসভায় অভিষেক ব্যানার্জি সাফ বলেন, আগে বাংলায় গিয়ে দেখে আসুন। তারপর এখানে ভোট দিন।
শাসক দল এনপিপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, এনপিপি এখানে ৫ বছর ক্ষমতায় রয়েছে। কনরাড সরকার মানুষের উন্নয়নের জন্য কী করেছে তার রিপোর্ট কার্ড আনুক। আর বাংলায় আমরা কী করেছি, কতগুলো সামাজিক প্রকল্প রয়েছে তার রিপোর্টকার্ড আনব। তারপরেও তৃণমূল সাংসদের তীব্র কটাক্ষ, এখানে একটা পুতুল সরকার রয়েছে, যে শুধু নিজের ও নিজের পরিবারের কথা ভাবে।
এখানেই না থেমে আক্রমণের সুর আরও চড়িয়ে অভিষেক বলেন, আগামী ২৭ তারিখ নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নয়। এই নির্বাচন শাস্তি দেওয়ার। দুর্নীতিগ্রস্থ এনপিপি সরকার, যারা আপনাদের বিশ্বাসের সঙ্গে সমঝোতা করেছে।
Comments are closed.