মণিপুরে অশান্তির কারণে গত তিন মাস ধরে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এদিকে বিজেপি শাসিত মণিপুরে হিংসার ঘটনায় যখন মোদী সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা, পাল্টা বিজেপি রাজস্থান, ছত্রিশগড়, বাংলা নিয়ে সুর চড়াচ্ছে। মণিপুর নিয়ে বিবৃতি দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই তুলনা টেনেছিলেন। এই পরিস্থিতিতে সংসদ চত্বরে দাঁড়িয়ে পাল্টা প্ৰধানমন্ত্রীকে আক্রমণ শানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
‘ইন্ডিয়া’ জোটের ধর্ণায় উপস্থিত হয়ে এদিন অভিষেক ব্যানার্জি বলেন, মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। মণিপুর নিয়ে সরব হলেই রাজস্থান, ছত্রিশগড়, বাংলার কথা বলা হচ্ছে। তারপরেই তৃণমূল সাংসদের খোঁচা, মণিপুরের অবস্থা যদি বাংলার থেকে ভালো হয়, তাহলে ওখানে ইন্টারনেট পরিষেবা সক্রিয় করে দিন। কটাক্ষের সুরে বলেন, সিঙ্গেল ইঞ্জিন সরকারের রাজ্যে তো ইন্টারনেট দিব্যি চলছে, ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ইন্টারনেট বন্ধ কেন?
সোমবার বিরোধীদের ধর্ণা অবস্থানে তৃণমূলের প্রায় সব সাংসদ নিয়ে হাজির ছিলেন অভিষেক ব্যানার্জি। বাংলার বকেয়া পাওনা নিয়েও এদিন কেন্দ্রকে একহাত নেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
Comments are closed.