চলতি বছরের মধ্যেই ধূপগুড়ি আলাদা মহকুমা হবে; ভোট প্রচারে গিয়ে ঘোষণা অভিষেকের 

ধূপগুড়ি আলাদা মহকুমা হোক। দীর্ঘদিন ধরেই সেখানকার সাধারণ মানুষ দাবি করে আসছে। শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করলেন, চলতি বছরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হবে। পাশপাশি ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিন অভিষেক ব্যানার্জি বলেন, আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি অপনাদের দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন। ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম” ।

এদিন সভাস্থলে যাওয়ার পথেও গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন অভিষেক ব্যানার্জি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের নানান অভাব, অভিযোগ শোনেন। সমাধানের আশ্বাসও দেন।

Comments are closed.