মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রায় রয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোমবার ফের একবার জনসভা থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি দিলেন তিনি। সোমবার মুর্শিদাবাদের নবগ্রামের ভোলাডাঙার মাঠে জনসভা করেন অভিষেক ব্যানার্জি। ওই সভা থেকে তাঁর হুঁশিয়ারি, বাংলা থেকে ১০ লক্ষ মানুষ দিল্লি গেলে,কোনও নেতার পক্ষে কানে তুলো গুঁজে রাখা সম্ভব না। আমাদের কথা ওদের শুনতেই হবে।
রবিবারের জনসভা থেকে আগামী লোকসভায় তৃণমূলের জন্য ৪০ জন সাংসদদের টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, দিল্লিতে রাজ্যের প্রতিনিধি পারলে কেন্দ্র না চাইলেও তখন বাংলার দাবিদাওয়া মেনে নিতে বাধ্য। এদিনও একই কথা শোনা গেল তাঁর বক্তব্যে। তৃণমূলের প্রধান সেনাপতির দাবি, ২০১৪ সালের মতো ২০১৯ সালেও যদি লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা ৩৪ হত তাহলে মোদী সরকার বাংলার বকেয়া টাকা আটকে রাখত না। তৃণমূল যখন জিতেছে মোদী সরকার চেয়েও বাংলার টাকা আটকে রাখতে পারেনি। ২০১৪ থেকে ২০১৯। নরেন্দ্র মোদী ক্ষমতায়। তৃণমূলের ৩৪ জন সাংসদ। প্রধানমন্ত্রী মানুষের টাকা আটকে রাখতে পেরেছেন? ২০১৯-এ তৃণমূলের আসন সংখ্যা কোমল, সঙ্গে আপনার টাকাও আটকে গেল। দাবি, অভিষেক ব্যানার্জির।
Comments are closed.