২৫ তারিখ ত্রিপুরার পুরভোট। আর তার আগে ত্রিপুরায় পুর নির্বাচনের প্রচারে গিয়ে সেখানকার মানুষের কাছে কৌশলী বার্তা দিলেন তৃণমূলের সর্ব ভারতের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে ত্রিপুরার সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে অভিষেক বলেন, যদি বিজেপির গুন্ডাবাহিনী আপনাদের ভোট দিতে বাধা দেন, বুথে যেতে না দেয়, তাহলে দরকার পড়লে পদ্ম ফুলের ছবি, মোদীর ছবি সঙ্গে নিয়ে বুথে যান। তারপর ইভিএমে গিয়ে জোড়া ফুলের বোতাম টিপুন।
সোমবার আগরতলায় অভিষেক ব্যানার্জির পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার রাতেই পদযাত্রার অনুমতি বাতিল করে ত্রিপুরা পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক থেকে এ নিয়ে বিপ্লব দেব সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, আগরতলা ইস্ট মহিলা থানায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্ররোচনায় হেলমেট বাহিনী আক্রমণ চালিয়েছে। থানায় হামলার পাশাপাশি রাতের অন্ধকারে হাসপাতালে গিয়ে আহত তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল সাংসদের দাবি, ত্রিপুরার যা অবস্থা, এরকম নৈরাজ্য ভারতবর্ষের আর কোথাও দেখা যায়নি। এখানে সাংবাদিক, পুলিশ, ডাক্তার সবাই আক্রান্ত।
তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের খতিয়ান দেওয়ার পাশাপাশি এদিন সে রাজ্যের মানুষের কাছে অভিষেকের বার্তা, এই ভোটের মাধ্যমে ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নেবেন তাঁরা কী চান? দুয়ারে সরকার নাকি দুয়ারে গুন্ডা? এদিন ফের একবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেকের তোপ, আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, একবার ত্রিপুরার মানুষের গণতন্ত্র হরণ করে দেখান। আপনাকে টানতে টানতে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে লেজে গোবরে করাবো।
Comments are closed.