বুধবারের মতো বৃহস্পতিবারের জনসভা থেকেও স্বচ্ছ পঞ্চায়েত ভোটের দাবি তুললেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার কোচবিহারের জনসভা থেকে বলেছিলেন, ১৯৭২ সাল থেকে পঞ্চায়েত নির্বাচনে গা জোয়ারি চলে আসছে, এর পরিবর্তন দরকার। বৃহস্পতিবারও আলিপুর দুয়ারের জনসভা থেকে একই সুর শোনা গেল তৃণমূলের প্রধান সেনাপতির গলায়। এদিনও তিনি সাফ বলেন, ১৯৭৭ সালে সিপিএম ক্ষমতায় আসার পর নির্বাচন এবং রাজনীতিতে সন্ত্রাসকে সুপরিকল্পিতভাবে মজ্জাগত করে দিয়ে গিয়েছিল। প্রত্যেকবার গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত হয়। আমরা তার পরিবর্তন চাইতে এসেছি।
কুমারগ্রামের জনসভা থেকে এদিনও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর নাম করে এদিন তাঁর কটাক্ষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলব, আমাকে সকাল থেকে রাত গালাগালি দিন। কিন্তু মানুষের টাকা ছাড়ুন। যাঁরা আমায় ১০টা গালাগালি দিচ্ছেন, ২০টা দিন। আর যাঁরা ২০টা দিচ্ছেন ১০০০টা দিন। কিন্তু দয়া করে সাধারণ মানুষের পাওনা টাকা ছাড়ুন। এদিনও তিনি ফের একবার ঘোষণা করেন, রাজ্যের বকেয়া আদায়ে দরকারে তিনি দিল্লিতে গিয়েও ধর্না দেবেন।
Comments are closed.