মুখ্যমন্ত্রীর সফরের আগেই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্র মারফত জানা যাচ্ছে, ২৫ জুলাই দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তার আগে ২১ জুলাইয়ের কর্মসূচি শেষ করেই ২২ তারিখ দিল্লি উড়ে যাবেন অভিষেক।
কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী জানিয়েছেন, তিনি দিল্লি যাবেন। প্রতিবারই নির্বাচনের পর তিনি দিল্লি যান। এবার কোভিড থাকায় কিছুটা দেরি হয়েছে। যদিও কবে রওনা দেবেন সে নিয়ে চূড়ান্ত কিছু বলেননি। লোকসভার অধিবেশন চলাকালীনই দিল্লি রওনা দেবেন বলে জানিয়েছেন। দিল্লি সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, একুশের নির্বাচন তৃণমূলের পাশাপাশি অভিষেক ব্যানার্জিরও রাজনৈতিক জীবনের একটি বড় পরীক্ষা ছিল। তৃণমূলের জয়ের নেপথ্যে ডায়মন্ড হারবারে সাংসদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। সাফল্যের পুরস্কারও পেয়েছেন তিনি। যুব সভাপতি থেকে তুলে নিয়ে দলের সর্বোচ্চ পদে তাঁকে বসানো হয়েছে।
জানা যাচ্ছে মমতার সফরের আগে অভিষেক দিল্লি গিয়ে তৃণমূল নেত্রীর বাকি নেতাদের সঙ্গে আলোচনার জন্য ‘জমি তৈরি’ তে কাজ করবেন। সংসদে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গেও দিল্লিতে তাঁর বৈঠক করার কথা।
Comments are closed.