ইডির তলবে শুক্রবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন অভিষেক ব্যানার্জি। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে যান। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির অফিসাররা।
এদিকে ইডির তলব নিয়ে এদিন ফের একবার বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শুক্রবার সকালে দলের ট্যুইটার হ্যান্ডেল থেকে সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। ‘এভাবে কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিকরণকে ধিক্কার। বিরোধী স্বরকে আটকাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।’ এখানেই না থেমে তৃণমূলের হুঁশিয়ারি, ‘এই ধরণের বিভাজনকারী শক্তির সঙ্গে আমরা আগেও লড়েছি। বিজেপির এই পুতুল নাচ কিচ্ছু করতে পারবে না।’
CM MODI –
Politicisation of CENTRAL AGENCIES is condemnable!
PM MODI –
‘Misuses’ CENTRAL AGENCIES to suppress opposition.
PM @narendramodi, we have legacy of defeating the divisive forces.
The intimidation tactics of #PuppetsOfBJP won’t work.
THE FIGHT IS ON! pic.twitter.com/C0CG9weUwu
— All India Trinamool Congress (@AITCofficial) September 2, 2022
সূত্রের খবর, অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির পাঁচ অফিসার এসেছেন। এদিন সকাল ১১ টা বেজে ১০ মিনিটে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠায় ইডি। ঘটনাচক্রে সোমবারই মেয়ো রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কটাক্ষের সুরে বলেছিলেন, “আজ অভিষেক এখানে ভালো বক্তব্য করেছে, কালই হয়তো ওকে কেউ নোটিশ পাঠাবে।’’ সব মিলিয়ে অভিষেককে ইডির তলব নিয়ে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি।
Comments are closed.