যতক্ষণ না রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ রাজভবনের সামনেই তারা ধর্না দেবে। রাতও কাটাবে ধর্না মঞ্চেই। রাজভবনের সামনে দাঁড়িয়েই ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জি।
দিল্লিতে কৃষি ভবনের সামনে দাঁড়িয়েই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ‘রাজভবন অভিযান’-এর ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই মতো বুধবার দুপুর ২টোর পরে রবীন্দ্র সদন থেকে মিছিল করে রাজভবনে আসে তৃণমূল। অভিষেকের নেতৃত্বে রাজভবন পর্যন্ত সেই মিছিলে ভিড়ও হয়েছিল ব্যাপক।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে দিল্লি গিয়েছেন তিনি। এদিন এ নিয়ে তৃণমূলের কটাক্ষ, রাজ্যপাল তাঁদের সমাবেশকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন। এদিন ফের একবার কেন্দ্রকেও একহাত নিয়েছেন অভিষেক ব্যানার্জি। বলেন, কেন্দ্রের গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ আমাদের সঙ্গে দেখা করেননি। প্রতিমন্ত্রী পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। এখন রাজ্যপালও চলে গেলেন। আমি তো সবার সামনে। বিজেপি নেতারা কেন পালিয়ে বেড়াচ্ছেন?
Comments are closed.