২ এবং ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। আগেই ঘোষণা করেছিল তৃণমূল। সেই সঙ্গে নবজোয়ার কর্মসূচি থেকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরামর্শ দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই মতোই এবার তৃণমূলের তরফে ৫০ লক্ষ চিঠি যাচ্ছে দিল্লি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূলের তরফে একটি পোস্ট করে লেখা হয়েছে, বঞ্চনার প্রতিবাদে সরব বাংলার মানুষ। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা মিলিয়ে বাংলার প্রাপ্য ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর জেরে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ নিজের প্রাপ্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন।
দলের করা এই পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিষেক ব্যানার্জি। শেয়ার করে তিনি লেখেন, কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে পশ্চিমবঙ্গ। অধিকারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ। গণতন্ত্রে জনগণের ক্ষমতাই সর্বচ্চ।
Comments are closed.