বিজেপি বিধায়ক মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে সন্ধে ৭ টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে অভিষেক ব্যানার্জি। করোনা সংক্রমিত হয়ে অ্যাপোলোতে ভর্তি তিনি। আচমকা এই দেখতে যাওয়া রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিল।
সংক্রমণ আর নেই কিন্তু করোনা পরবর্তী কিছু সমস্যা নিয়ে বর্তমানে হাসপাতালে আছেন শুভ্রাংশু রায়ের মা। বুধবার যশ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর অভিষেকের গাড়ি ঢুকতে দেখা যায় অ্যাপোলো হাসপাতালে। ঘড়িতে তখন ৭ টা বাজতে কয়েক মিনিট দেরি। শুভ্রাংশুর সঙ্গে কথা বলেন অভিষেক ব্যানার্জি। মিনিট ১৫ ছিলেন হাসপাতালে।
কদিন আগেই ফেসবুকে বিজেপির সঙ্গে দূরত্বের বার্তা দিয়েছিলেন শুভ্রাংশু রায়। তারপর অভিষেকের হাসপাতালে গিয়ে মুকুল পত্নীর খোঁজ খবর নেওয়া বেশ কয়েকটি অবধারিত প্রশ্ন তুলে দিচ্ছে। তাঁর তৃণমূলে ফেরার কথা শোনা গেলেও নিজে মুকুল রায় ট্যুইট করে জানিয়েছিলেন, বিজেপিতেই আছেন। কিন্তু তখনই প্রশ্ন উঠেছিল, মুকুল রায়ের মতো নেতাকে কেন ট্যুইট করে জানাতে হচ্ছে তিনি বিজেপিতেই আছেন? তারপর সব ধামাচাপা পড়ে যায়। সম্প্রতি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মুকুল পুত্র। এবার মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেকের হাসপাতাল যাত্রা। অন্যরকম ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা।
Comments are closed.