গত কয়েকদিনে পরপর তৃণমূল নেতামন্ত্রীদের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এবার করোনা হলো তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জির। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রীর ভাইপোর স্ত্রীর করোনা উপসর্গ ধরা পড়ায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন অভিষেকের অনুগামীরা।
এদিকে গত শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা নিয়ে ভর্তি হয়েছেন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রীয়েরও কোভিড পজিটিভ বলে খবর। ওই দম্পতি এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগেও রাজ্যের একাধিক নেতামন্ত্রী থেকে শুরু করে নবান্নের একাধিক অফিসার করোনা সংক্রমিত হয়েছেন। অনেকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।
Comments are closed.