বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকে শুক্রবার পাটনায় বৈঠকে বসছে বিরোধী দলগুলো। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই এই বৈঠক হচ্ছে। তাই তিনি যে উপস্থিত থাকবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। এবার জানা গেল, ওই বৈঠকে মমতা ব্যানার্জির সঙ্গী হবেন অভিষেক ব্যানার্জিও।
তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীর সিদ্ধান্তেই ওই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক ব্যানার্জি। ২৪ লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গঠনই এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠকে জেডিউ নেতা নীতিশ কুমার, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পাশাপশি কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খড়্গের সঙ্গে উপস্থিত থাকার কথা রাহুল গান্ধীর। এতদিন বিরোধীদের এধরণের হাই প্রফাইল বৈঠকে তৃণমূলের তরফে মমতা ব্যানার্জিই উপস্থিত থাকতেন। এবারে অভিষেক ব্যানার্জির থাকায়, তা বাড়তি মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক কারবারিদের মত। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, একুশের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ২৪-লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রীর সিদ্ধান্তে স্পষ্ট, এবারেও দলের হয়ে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে আসবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
Comments are closed.