পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে শুরু হয়েছিল দিদির দূত কর্মসূচি। রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনতে সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে এক অভিনব কর্মসূচি নিয়েছিল তৃণমূল। পুজোর মুখে এবার নতুন ধাঁচে আসছে তৃণমূলের সেই কর্মসূচি। তবে এবারে শুধু মাত্র হাওড়া জেলার মধ্যে। দিদির দূতের ধাঁচে পুজোয় হাওড়ায় তৃণমূলের নতুন কর্মসূচি ‘অভিষেকের দূত’।
হাওড়া জেলার যুব তৃণমূলের উদ্যোগে শুরু হচ্ছে নতুন এই কর্মসূচি। তৃণমূল সূত্রের খবর, শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই কাজের জন্য একটি বিশেষ দল তৈরি করা হবে। পুজোর দিনে প্রচুর সাধারণ মানুষ রাস্তায় বের হোন। সে সময়ে তাঁদের কোনও রকম সুবিধে অসুবিধে হলে, কোনও সাহায্যের প্রয়োজন পড়লে ‘অভিষেকের দূত’রা পৌঁছে যাবেন।
জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন থেকেই হাওড়া জেলার বিভিন্ন ওয়ার্ডে, পঞ্চায়েতে এই বিশেষ দল প্রস্তুত থাকবে।
Comments are closed.