পঞ্চায়েত ভোটের আগে ৫১ দিনের ‘নবজোয়ার’ কর্মসূচি করেছিলেন অভিষেক ব্যানার্জি। পঞ্চায়েত ভোটে তার ডিভিডেন্ট পেয়েছে তৃণমূল। এমনটাই দাবি ঘাসফুল শিবিরের। জানা গিয়েছে, লোকসভা ভোটকে সামনে রেখে পুজোর পর ফের একবার রাস্তায় নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দ্বিতীয় দফায় শুরু করবেন নবজোয়ার কর্মসূচি।
তৃণমূল সূত্রে খবর, মূলত লোকসভা ভোটের আগে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে ফের একবার এই ধরণের কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রথমবারের কর্মসূচির সাফল্যে প্রভাবিত হয়েই দ্বিতীয়বারের পরিকল্পনা। লোকসভা ভোটের প্রচারের পাশাপাশি পঞ্চায়তের বোর্ড গঠনেরও তিনমাসও পূর্ণ হবে। তিনমাসে পঞ্চায়েতে কেমন কাজ হয়েছে, সাধারণ মানুষের কোনও অভাব অভিযোগ রয়েছে কিনা, কর্মসূচি থেকে সেসবও শুনবেন অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সূত্রে খবর, অভিষেক ব্যানার্জির কর্মসূচি ঘিরে ইতিমিধ্যেই দলের অন্দরে তুঙ্গে প্রস্তুতি। জেলা নেতৃত্বের কাছেও একগুচ্ছ নির্দেশ গিয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। গতবারে ৫১ দিনের কর্মসূচি করেছিলেন অভিষেক ব্যানার্জি। এবারের নবজোয়ার কর্মসূচি থেকে কী বার্তা দেন অভিষেক ব্যানার্জি, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.