সিবিএসইর পর আইসিএসই। করোনা আবহে বাতিল হল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। অন্যদিকে দ্বাদশ শ্রেণির আইএসসির পরীক্ষার দিনক্ষণ জুন মাসে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সোমবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় সিআইএসসিই বোর্ড।
এর আগে গত শুক্রবারই করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করে সিআইএসসিই বোর্ড। সিআইএসসিই তাদের অনুমোদিত সব স্কুলগুলিকে দশম শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তি করানোর নির্দেশ দেয়। পাশাপাশি একাদশ শ্রেণিতে অনলাইন ক্লাস শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বিষয়ে বলা হয়েছে, ১৬ এপ্রিল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তার কোনও বদল হচ্ছে না। অর্থাৎ জুন মাসের প্রথমেই আইএসসির পরীক্ষার দিন জানা যাবে।
এর আগে ১৪ এপ্রিল করোনা আবহের জেরে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। স্থগিত করা হয় দ্বাদশের পরীক্ষাও। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়ে ১ জুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। মে মাসে শুরু হওয়ার কথা ছিল সিবিএসই বোর্ডের পরীক্ষা। ৪ মে থেকে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তা স্থগিত হয়ে যাওয়ার পর এবার কোপ পড়ল আইসিএসই-র পরীক্ষায়।
Comments are closed.