অর্থনৈতিক ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য রাজ্যের, RBI-এর রিপোর্ট ট্যুইট করে মোদীকে কটাক্ষ অমিত মিত্রের

অর্থনৈতিক ক্ষেত্রে ফের নজিরবিহীন সাফল্য পশ্চিমবঙ্গের। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ২০২০-২১ আর্থিক বছরে মাথাপিছু আয় বৃদ্ধিতে দেশের সমস্ত রাজ্যকে পেছনে ফেলে দিয়ে শীর্ষ উঠে এসেছে বাংলা। শুক্রবার ট্যুইট করে এ কথা দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

ট্যুইটে তিনি লেখেন, RBI- এর বিচারে নেট পার ক্যাপিটা ইনকাম গ্রোথে পশ্চিমবঙ্গ এক নম্বর স্থান পেয়েছে। সারা দেশের গ্রোথ যেখানে নেগেটিভের খাতায়, রাজ্যে সেখানে বেড়েছে ৭.১৬%। রাজ্যের অর্থমন্ত্রীর দাবি, ২০২০-২১ অর্থবর্ষে দেশের গড় মাথাপিছু আয় কমেছে ৩.৩৩%, সেখানে রাজ্যের বেড়ে দাঁড়িয়েছে ৭.১৬%। বিজেপিকে অমিত মিত্রের খোঁচা, এখান থেকেই নরেন্দ্র মোদীর ধারাবাহিক অযোগ্যতার প্রমাণ মেলে।

একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মানুষের মাথা পিছু আয়কেই নেট পার ক্যাপিটা ইনকাম বলা হয়। কোনও দেশে বা রাজ্যের মোট আয়ের সঙ্গে সেই দেশ বা রাজ্যের মোট জনসংখ্যাকে ভাগ করে নেট পার ক্যাপিটা ইনকাম নির্ধারণ করা হয়ে থাকে। এর মাধ্যমে দেশ বা রাজ্যের গড়পড়তা মানুষের রোজগার, জীবন যাত্রার মান কেমন সে সম্পর্কে ধারণা একটি পাওয়া যায়।

উল্লেখ্য, করোনা কালে সারা দেশেই যেখানে অর্থনৈতিক হাল বেহাল, সেখানে রাজ্য সরকার বেশ কিছু সাফল্যতার প্রমাণ দিয়েছে। এর আগেও, কেন্দ্রের নীতি নির্ধারক কমিটির রিপোর্টে উঠে এসেছে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে সারা ভারতে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Comments are closed.