“আমি এখন নিজাম প্যালেস, এখন CBI, অনুমাধব আজও আমি শুধু তোমাকে চাই” ‘বেণীমাধবের’ প্যারোডিতে অনুব্রতকে খোঁচা রুদ্রনীলের
সিবিআই দফতরে না গিয়ে অনুব্রতের এসএসকেএম-এ ভর্তি হওয়া নিয়ে কার্যত সরগরম রাজ্য রাজনীতি। এবার বীরভূম জেলা সভাপতিকে কটাক্ষ করতে কবি জয় গোস্বামীর ‘আশ্রয়’ নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। জয় গোস্বামীর কবিতা ‘মাধবীলতা বালিকা বিদ্যালয়’-এর প্যারোডি করে অনুব্রতকে বিঁধেছেন কৌতুক অভিনেতা। ‘অনুমাধব’ শীর্ষক কবিতায় অনুব্রতকে উদ্দেশ্য করে রুদ্র বলছেন, “আমি এখন নিজাম প্যালেস, এখন সিবিআই/ অনুমাধব আজও আমি শুধু তোমাকে চাই”। ইতিমধ্যেই রুদ্রনীলের এই প্যারোডি কবিতার ভিডিওটি নেট পাড়ায় তুমুল ভাইরাল হয়েছে।
কবিতার প্রথমেই রুদ্র বলেছেন, “অনুমাধব অনুমাধব তোমার বাড়ি যাব, এই গরমে এক গ্লাস জল গুড় বাতাস পাব?” স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের গুড় বাতাস মন্তব্যকে হাতিয়ার করে কবিতায় তাঁকেই বিঁধেছেন বিজেপি নেতা। আবার কোথাও তাঁর হাসপাতালে ভর্তি হওয়া নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রুদ্র। তাঁর কথায়, “অনুমাধব হাসপাতালে তোমার বুকে ব্যাথা/ অক্সিজেনে টান পড়েছে তাই কুঁকড়ে গেছো নেতা?” এরকম ভাবেই একের পর এক লাইনে বীরভূমের তৃণমূল সভাপতিকে তীব্র অক্রমণ শানিয়েছেন তিনি।
এই প্রথম নয়, এর আগেও রুদ্রনীল নিজের লেখা কবিতা পাঠ করে নেট পাড়ায় তীব্র হৈচৈ ফেলে দিয়েছেন। অনেক দিন পরে ফের একবার পুরোনো ভূমিকায় দেখা গেল তাঁকে। তবে রুদ্রর কবিতার পরিপ্রেক্ষিতে তাঁকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলের একাংশ। তাঁদের মতে, রুদ্রনীল নিজেই বলছিলেন তাঁর হাতে এখন কাজ নেই। কাজ না থাকার জন্যই হয়তো তিনি এধরণের অকাজ করছেন।
Comments are closed.