কৃষকদের আটকাতে পথে পেরেক! কটাক্ষ ভরা ট্যুইট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের
ট্যুইট যুদ্ধে সামিল টালিগঞ্জের কলাকুশলীরা
কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধে সামিল হল টলিউড। কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে বিধঁলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টুইটের মাধ্যমে আন্দোলনকে স্তিমিত করতে রাস্তায় পেরেক পুঁতে রাখার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। একটি কবিতার মাধ্যমে অনির্বাণ বলতে চেয়েছেন কেন্দ্রীয় সরকারের কার্যকলাপের কথা। তীব্র কটাক্ষে বিঁধেছেন রাস্তায় পেরেক পুঁতে রাখার ঘটনাকে।
কারো যদি ভালো চাও,
পা ধুয়ে দিও তার-
মাথায় তুলে যত্ন করতে শেখো।সে যদি বলে,
এই ভালো ঠিক তেমন ভালো নয়-
সটান তার চলার পথে
পেরেক পুঁতে রেখো।— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) February 3, 2021
ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট যুদ্ধ অব্যাহত। দেশের অভিনয় এবং ক্রীড়াজগতের একাংশ টুইট করে প্রতিবাদ দেখাচ্ছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে। পপস্টার রিহানা, পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের পক্ষে কথা বলেছেন। অভিনয় জগতের তাপসী পান্নু কৃষকদের সমর্থনে টুইট করেছেন। তেমনই ক্রীড়াজগতের সচিন, বিরাট কোহলি দেশের সমস্যা নিয়ে বাইরের লোকের নাক গলানোর বিরোধিতা করে টুইট করেছেন। এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের সমালোচনা করলেন বাংলার অভিনেতা অনির্বাণ।
Comments are closed.