একাধিক অভিযোগে তৃণমূলকে বিঁধে রুদ্রনীলের ভিডিও ভাইরাল
জনসাধারণের মুখপাত্র হয়ে ভোট রাজনীতি নিয়ে এবারের কবিতা।
করোনায় গৃহবন্দি সময় থেকে শুরু রুদ্রনীল ঘোষের কবিতা লেখা। প্রথমে “নেপোটিজম” তারপর “মধ্যবিত্ত”… একাধিক বিষয়ের ওপর কবিতা লিখে অনুরাগীদের মন জয় করেছেন তিনি। এবার একেবারে অন্য বিষয় নিয়ে কবিতা বাঁধলেন বিজেপি নেতা রুদ্রনীল। জনসাধারণের মুখপাত্র হয়ে ভোট রাজনীতি নিয়ে এবারের কবিতা।
এবার ভোটে কি হবে, কোন দল ক্ষমতায় আসতে চলেছে! তা নিয়ে দোলাচলের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। কবিতায় কাল্পনিক “দত্তবাবু”র চরিত্রকে টেনে ভোট রাজনীতি নিয়ে নিজের নানান মতামত তুলে ধরলেন অভিনেতা। কবিতা শুরু হচ্ছে, “ইকির মিকির চাম চিকির কাউন্টডাউন শুরু/ এবার ভোটে কী যে হবে কুচকে আছে ভুরু!”
তৃণমূলের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে শুরু করে কাটমানি উঠে এসেছে রুদ্রনীলের কবিতায়। “২৯৪ টি আসনে প্রার্থী মমতা ব্যানার্জি” এই বিষয়ে তুলেও কটাক্ষ রুদ্রনীলের। মমতা ব্যানার্জির দিদি থেকে পিসি হয়ে ওঠার কাহিনীও বাদ পড়েনি সেখানে। শুধু তৃণমূল নয় বাম-কংগ্রেস-আইএসএফ জোটকেও আক্রমণ করতে ছাড়েননি।
আর কী কী বলল শুনেনি…
Comments are closed.