একসময় সাইকেল সারানোর দোকানে কাজ করতেন, চা বিক্রি করতেন একসময়! আজ হাজার কষ্ট করে শঙ্কর চক্রবর্তী হয়েছেন টলিউডের নামজাদা অভিনেতা
বাংলা টেলিভিশন জগতে শংকর চক্রবর্তী হলেন একজন নামকরা অভিনেতা। সকল বাংলা টেলিভিশনের দর্শকদের মধ্যে এমন কেউ নেই যে এই অভিনেতা কে চেনেন না। বিবাহ অভিযান থেকে হাল আমলের গুড্ডি, ধুলোকণা-প্রভৃতি ধারাবাহিক গুলিতে এই অভিনেতা পেয়েছেন দর্শকদের অগুনতি প্রশংসা এবং ভালোবাসা। ছোটপর্দা এবং বড় পর্দা সর্বক্ষেত্রেই তার অবাধ বিচরণ। নিজের সুন্দর অভিনয় প্রতিভার দ্বারা সাধারণ মানুষের মনে ছাপ রেখেছেন শংকর চক্রবর্তী।
দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে এই অভিনেতা পেয়েছেন মানুষের অসংখ্য ভালবাসা এবং শত শত পুরস্কার। এই অভিনেতা সিনেমা এবং সিরিয়াল মিলে প্রায় ১০০ টিরও বেশি বিনোদনে অভিনয় করেছেন। প্রতিটি ঘরে ঘরে আজও তার জনপ্রিয়তা বিদ্যমান।
তবে তার এই সফলতার পিছনে রয়েছে এক কঠিন সংগ্রামের ইতিহাস। অভিনেতার এই সংগ্রাম জীবনের কাহিনী আজ এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব। আজ প্রায় ৩০ বছর আগে বিবাহ অভিযান ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল। ৩০ বছর পেরিয়ে গেলেও আজও বাঙালির কাছে এই অভিনেতা তোতলা গনশা নামের পরিচিত। তিনি কোনো ধনী পরিবারের সন্তান নয়। তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। তার জন্মগত নাম কিন্তু শংকর নয়। তিনি হলেন হারাধন চক্রবর্তী। অভিনয় জীবনে আসার পরে তার নাম বদলে হয় শংকর চক্রবর্তী।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। এক সময় পড়াশোনার খরচ চালানোর জন্য সাইকেল সারানোর দোকান আবার কখনো চায়ের দোকানে কাজ করেছেন এই বর্ষীয় মান অভিনেতা। এইসব কাজ করে যেটুকু সামান্য উপার্জন করতেন সেই টাকা দিয়ে তিনি নিজের ক্ষুধার জ্বালা মেটাতেন এবং নাইট কলেজে পড়াশোনার খোঁজ চালাতেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার তাই জন্য তিনি উৎপল দত্তের নাটক গ্রুপে যোগদান করেছিলেন।
বিবাহ অভিযানে সংকর চক্রবর্তী প্রথম অভিনয় করেন।এরপর নায়ক হিসেবে বড় পর্দায় তার প্রথম ছবি হল অনুভব। এই ছবিটি জনপ্রিয়তা না পেলেও সংকর চক্রবর্তীর অভিনয় প্রশংসিত হয়েছিল বাঙ্গালীদের মধ্যে। অঞ্জন চৌধুরী থেকে গৌতম ঘোষ হয়ে বুদ্ধদেব দাশগুপ্ত এবং ঋতুপর্ণ ঘোষের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন এই অভিনেতা।
Comments are closed.