রাজ্যে বিনিয়োগ করলেন শিল্পপতি গৌতম আদানি। বর্ধমানের বন্ধ হয়ে যাওয়া রাইস মিল কিনল আদানি-উইলমার গোষ্ঠী। আদানি গোষ্ঠীর এই সংস্থাটি মূলত ভোজ্য তেল উৎপাদনের জন্য সারা দেশে বিখ্যাত। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্যের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্ক যে দৃঢ় হচ্ছে তা এই ঘটনা থেকে প্রমাণিত। যার ফলে ভবিষৎ-এ রাজ্যে আরও বড় বিনিয়োগের সম্ভবনা তৈরি হয়েছে।
বেশ কয়েকমাস ধরেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, রাজ্যে বড় ধরণের বিনিয়োগ নিয়ে আদানিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জৌগ্রামে দীর্ঘদিন ধরেই ওই রাইস মিল বন্ধ ছিল। আদানিদের বিনিয়োগের পর খুব শীঘ্রই উইলমার গোষ্ঠী ওই মিলে উৎপাদন শুরু করবে। এর ফলে স্থানীয় মানুষদের কর্মসংস্থান তৈরি হবে বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জানিয়েছে।
উল্লেখ্য তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের লক্ষ্য শিল্পে রাজ্যকে শীর্ষস্থানে নিয়ে যাওয়া। সেই মতো বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন মুখ্যমন্ত্রী। আসন্ন বাণিজ্য সম্মেলন নিয়েও প্রশাসনিক স্থরে প্রস্তুতি তুঙ্গে। এই আবহে আদানি গোষ্ঠীর এই পদক্ষেপ রাজ্যে বিনিয়োগের পক্ষেই বার্তা বহন করবে, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।
Comments are closed.