কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। তাঁকে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে আগলে রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্ৰী।
প্রকাশ্যে নিজের মুখ্যসচিবের পাশে দাঁড়িয়েছেন প্রথম থেকেই। এবার জানা গেল, আলাপনের উদ্দেশ্যে সহৃদয় মুখ্যমন্ত্রীর বার্তা, “একদম মন খারাপ করবে না, মন খারাপ হলেই আমাকে ফোন করবে, আমি তো আছি”।
রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী এমনটাই দাবি করে একটি ট্যুইট করেছেন। তিনি সদ্য প্রাক্তন মুখ্যসচিবের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আলাপন ব্যানার্জির ওপর কী হচ্ছে আপনারা সবাই জানেন। তাঁকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার পাঠানোর নির্দেশ দেওয়ার পরেও ঘুর্ণিঝড় যশ এবং কোভিড নিয়ে তিনি একের পর এক মিটিং করে চলেছেন।
"আলাপন, একদম মনখারাপ করবে না। দশবার আমায় ফোন করবে। আমি তো আছি।" — @MamataOfficial
আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে মুখ্যসচিবের উপর কি চলছে। তাঁকে দিল্লিতে ডেকে পাঠানোর কেন্দ্রীয় সরকারের নির্দেশ। এর ভেতরেই কোভিড, ইয়াস নিয়ে সকাল থেকে একটার পর একটা গুরুত্বপূর্ণ মিটিং। (1/3)— Aditi Munshi (@aditi_munshi) June 2, 2021
গত শুক্রবার যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা কলাইকুন্ডার বৈঠক ঘিরে শুরু কেন্দ্র রাজ্য কোন্দল। আলাপনকে দিল্লিতে সোমবার সকালে রিপোর্ট করতে বলা হয়। সাড়া দেননি। মুখ্যসচিব পদে ৩ মাসের মেয়াদ বৃদ্ধিও নেননি। নিয়ম মেনে মে মাসের ৩১ তারিখেই অবসর নেন। তারপর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে যোগ দেন তিনি। অদিতির কথায়, এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্ৰী আলাপনকে বলেছেন মন খারাপ করলে ফোন করবে আমাকে।
প্রধানমন্ত্রী দপ্তরের চিঠি পেয়ে প্রেস কনফারেন্সে। দিল্লিকে উপেক্ষা ও তার আগেই মুখ্যসচিবের অবসর। এরই মাঝে মুখ্য উপদেষ্টা, নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব নিয়োগ। পরপর চলছেই। এত ঘটনার ভেতরেও একজন মুখ্যমন্ত্রী সদ্য অবসরপ্রাপ্ত মুখ্যসচিবকে বলছেন,
"মন খারাপ করলে আমাকে ফোন করবে।"(2/3)— Aditi Munshi (@aditi_munshi) June 2, 2021
এখানেই মায়ের সঙ্গে মুখ্যমন্ত্ৰীর তুলনা টেনেছেন অদিতি। তাঁর কথায় এই হচ্ছে বাংলার দিদি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্ৰী। উনি উপযুক্ত দিদির মতন। একদম মায়ের মতন বড্ড ভালো। যে কোনো অবস্থায় তিনি বাংলার মানুষের পাশে থাকেন। সবার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন। যা অত্যন্ত আন্তরিক।
Comments are closed.