আধার কার্ডের এই তথ্য আপডেট করুন বাড়িতে বসেই, প্রয়োজন নেই প্রমাণপত্রেরও 

পুরোনো ঠিকানায় আর থাকছেন না। বাড়ির ঠিকনা বদল হয়েছে অথবা আধার কার্ডে লেখা ঠিকানায় ভুল রয়েছে। সময়ের অভাবে আধার কেন্দ্রে গিয়ে তথ্য সংশোধন করতে পারছেন না। কোনও সমস্যা নেই। এবার বাড়িতে বসেই অনলাইনে আধারকার্ডের ঠিকানা বদল করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়, ঠিকানা বদলের জন্য কোনও প্রমাণপত্রও প্রয়োজন নেই। শুধুমাত্র পরিবারের প্রধানের সম্মতি পত্র জমা দিলেই হবে। জেনে নিন কীভাবে বাড়িতে বসেই আধার কার্ডের ঠিকানা বদল করবেন। 

UIDAI-এর তরফে জানানো হয়েছে, আধার কার্ডে ঠিকানা বদলের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে। ঠিকানা বদলের ক্ষেত্রে বাড়ির প্রধানের সঙ্গে আবেদনকারীর সম্পর্কের একটি প্রমাণপত্র অর্থাৎ রেশন কার্ড, মার্কশিট, ভোটার কার্ড ইত্যাদি। যদিও এই নথিগুলো ছাড়াও কাজ করা সম্ভব। সেক্ষত্রে পরিবারের প্রধানের একটি স্বঘোষিত অনুমতি পত্র প্রয়োজন। 

https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এবার সেখান থেকে এড্রেস আপডেটের অপশনে ক্লিক করতে হবে। এরপর ঠিকানা পাল্টাতে হলে, আগে বাড়ির প্রধানের আধার নাম্বার দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর যাচাই হয়ে গেলেই পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কের নথি অথবা প্রধানের স্বঘোষিত অনুমতি পত্রটি আপলোড করতে হবে। এরপর গোটা আবেদনটির জন্য ৫০টাকা জমা দিতে হবে। টাকা জমার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পরিবারের প্রধানের কাছে একটি এসএমএস যাবে। ওই এসএমএসে ঠিকানা বদলের জন্য পরিবারের প্রধানের সম্মতি চাওয়া হবে। সেটি মিললেই আগামী ৩০ দিনের মধ্যে আপনার পরিষেবাটি সম্পূর্ণ হবে।

Comments are closed.