উঠল কৃষক আন্দোলন, কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতি পেয়ে ৩৭৮ দিন পর বিক্ষোভ প্রত্যাহার সংযুক্ত কিষান মোর্চার
অবশেষে আন্দোলন প্রত্যহার কৃষকদের। কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতি পেয়েই এই সিদ্ধান্ত বলে জানালেন সংযুক্ত কৃষাণ মোর্চার প্রতিনিধিরা।
ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ কৃষকদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়া হবে বলে লিখিত ভাবে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত। যদিও কৃষকনেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, আপাতত আন্দোলন বন্ধ রাখছে তাঁরা। তবে আগামী ১৫ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন সংযুক্ত কৃষাণ মোর্চার প্রতিনিধিরা।
আন্দোলনরত একাধিক কৃষকের নামে মামলা করা হয়েছিল বলে অভিযোগ ছিল মামলাকারীদের। জানা গিয়েছে, আন্দোলনকারীদের উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহারেরও লিখিত প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার।
গাজীপুর, টিকরি, সিংঘু বর্ডারে ৩৭৮ দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিলেন কৃষকরা। জানা গিয়েছে, শনিবার থেকে ঘরে ফিরতে শুরু করবেন আন্দোলনকারীরা।
Comments are closed.