দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন সুপারহিট অভিনেতা ঋষি কৌশিক! ‘মিঠাই’ পেতে চলেছে জোর টক্কর, ছোটপর্দা কাঁপাতে আসছেন অভিনেতা, বিখ্যাত লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন ঋষি কৌশিক
ছোটপর্দা থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পর লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা নতুন ধারাবাহিকের হাত ধরেই আবারো টেলিভিশনের পর্দায় ফিরছেন ঋষি কৌশিক। ধারাবাহিক দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছেন অভিনেতা। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। সম্প্রতি আবারো টেলিভিশনের পর্দায় আসন্ন এক নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতার।
এই খবর সামনে আসার পর থেকেই দর্শকদের মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারোর কারোর বক্তব্য কোন ধারাবাহিকে অভিনেতাকে অভিনয় করতে দেখা যেতে চলেছে? আবার কারোর কারোর মনে প্রশ্ন উঠেছে কবে থেকে সেই ধারাবাহিক শুরু হবে? আবার কেউ কেউ এই ধারাবাহিকে তার সাথে কোন অভিনেত্রী অভিনয় করবেন সেই প্রসঙ্গে জানতে আগ্রহী হয়েছেন।
উল্লেখ্য, এই ধারাবাহিক সম্বন্ধে বিশেষ কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে এটুকু জানা গিয়েছে ছোটপর্দার অভিনেত্রী পায়েল দে’কে ঋষি কৌশিকের বিপরীতে আসন্ন ধারাবাহিকে দেখা যাবে। পর্দায় ঋষি কৌশিক ও পায়েল দে’কে একসাথে জুটি বাঁধতে দেখা যেতে চলেছে যা শুনে ইতিমধ্যেই উচ্চসিত ধারাবাহিক অনুরাগীরা।
পায়েল দে’ও টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ। ‘বেহুলা’, ‘দুর্গা’, ‘চুনি পান্না’, ‘বধূ কোন আলো লাগলো চোখে’, ‘তবু মনে রেখো’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ধারাবাহিকের পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। আপাতত দর্শকরা আসন্ন এই নতুন ধারাবাহিকের জন্য অপেক্ষা করা শুরু করে দিয়েছেন।
Comments are closed.