মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আনারুলের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী, TMC ব্লক সভাপতিকে খুঁজতে মরিয়া প্রশাসন
নিহতের পরিবারের থেকে অভিযোগ পেয়েই তৃণমূল ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মমতা ব্যানার্জির নির্দেশের পরে পরেই আনারুলের বাড়িতে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতার গোটা বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, আনারুলের খোঁজে বাড়িতে পুলিশ গেলে, আনারুলের পরিবারের দুই মহিলা বেরিয়ে এসে পুলিশকে জানিয়েছেন, তিনি বাড়িতে নেই। আনারুলকে নাগালে পেতে বাড়ির ভিতরে গিয়েছেন কয়েকজন পুলিশ কর্মী।
এদিকে, আনারুলকে গ্রেফতারের জন্য পুলিশ পৌঁছলে বাড়ির বাইরে তৃণমূল নেতার অনুগামীরা জড়ো হন। তাঁদের দাবি, আনারুল নির্দোষ, তাঁকে পুলিশ গ্রেফতার করলে তাঁরা বাধা দেবেন, প্রতিবাদ করবেন। অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু থেকেই আনারুলের নামে অভিযোগ করে আসছেন নিহতদের পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী গেলেও আনারুলের গ্রেফতারির দাবি জানান তাঁরা।
এদিকে গোটা ঘটনায় অভিযুক্ত আনারুল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভাদু শেখ খুন হওয়ার পর তিনি হাসপাতালে যান ভাদুকে নিয়ে। সেদিন রাতে সেখানেই ছিলেন। আনারুলের আরও অভিযোগ, যে দুষ্কৃতীরা ভাদু শেখকে খুন করেছে তারাই বাগটুই গ্রামে গিয়ে তান্ডব চালিয়েছে, ১০ টি বাড়িতে আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতেই এই ষড়যন্ত্র বলে দাবি আনারুলের।
Comments are closed.