১৪ দিনের পুলিশি হেফাজত রামপুরহাটকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের

১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পেলেন রামপুরহাটকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। যদিও আনারুলের দাবি, আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীরে নির্দেশে গ্রেফতার করা হয় রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে আনারুল দাবি করেন, আমার কোনও দোষ নেই, দিদির নির্দেশেই আমি আত্মসমর্পণ করেছি।

বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের হাতে তুলে দেন ক্ষতিপূরণের চেক। রাজ্যে বেআইনী অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তৃণমূলের অভিযুক্ত ব্লক সভাপতির বাড়িতে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘিরে ফেরা হয় তাঁর বাড়ি। পরে গ্রেফতার করা হয় তাঁকে।

Comments are closed.