দীর্ঘ আড়াই বছর পর চালু হল কুরলা এক্সপ্রেস। করোনা আবহে বন্ধ হয়ে গিয়েছিল শালিমার-মেচেদা কুরলা এক্সপ্রেস। মঙ্গলবার শালিমার থেকে এই ট্রেন ছাড়ার পর মেচেদায় দাঁড়ায়। এর ফলে এবার লাভের মুখ দেখবে পান ও ফুল চাষিরা। দীর্ঘ ২ বছর এই ট্রেন বন্ধ থাকার ফলে ক্ষতি হয়েছিল পান ও ও ফুল চাষীদের। এই নিয়ে পান চাষি সংগঠনের পক্ষ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাছে ট্রেন চালুর আর্জি জানানো হয়। এরপর চালু হল এই ট্রেন বলে দাবি পান চাষি সংগঠনের।
দীর্ঘ ২ বছর পর ট্রেন চালু হওয়ার ফলে মঙ্গলবার ট্রেনটি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। ট্রেনের চালককে মিষ্টি খাওয়ানো হয়। এই ট্রেন চালু হওয়ার পর চাষিরা জানিয়েছেন, আমাদের রোজগার হয় ফুল আর পান বিক্রি করে। কোভিডের আগে মেচেদায় অনেক ট্রেন থামতো। কিন্তু এখন আর কোনও ট্রেন থামে না। শালিমার-মেচেদা এই ট্রেন চালু হওয়ার পর এবার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে। এতদিন খোলা বাজারে কম দামে জিনিস বিক্রি করতে হচ্ছিল। এবার ট্রেন চালু হওয়ার পর আর্থিকভাবে কিছুটা লাভবান হব।
Comments are closed.