শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের আন্তরিক শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সকালে একটি টুইট করেন তিনি। সেখানে লেখেন, ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা রইল। এই পরীক্ষা নিশ্চয় সাফল্য নিয়ে আসবে।

https://twitter.com/MamataOfficial/status/1510086116078104579?t=xkWZHUEUk10D2EwCO9zJ5w&s=19

তিনি সকলের কাছে আবেদন করেন, জীবনের এই বড় পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করার জন্য।

অতিমারীর কালে এবারই প্রথম হোম সেন্টার অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দিচ্ছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা নির্বিঘ্নে চালাতে একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি স্কুলে একজন করে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাঁরাই স্কুলগুলিতে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন।পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে সরাসরি ০৩৩-২৩৩৭০৭৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Comments are closed.