শনিবার অর্থাৎ আজ রেড রোডে পুজা কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্টজন। জানা গিয়েছে, কার্নিভাল মিটলেই বিজয়া সম্মেলনীর আয়োজন করবেন তৃণমূল সুপ্রীম। সূত্রের খবর, সব ঠিক ঠাক থাকলে ১২ অক্টোবর বুধবার বিজয়া সম্মেলনী করবেন মুখ্যমন্ত্রী। এবারে আমন্ত্রিতদের তালিকায়ও বেশ কিছু চমক থাকতে পারে বল জল্পনা।
শিল্প সাংস্কৃতিক ক্ষেত্রের অনেকে তো থাকবেনই। সেই সঙ্গে জানা গিয়েছে, বেশ কয়েকজন শিল্পপতিও উপস্থিত থাকতে পারেন। এছাড়াও রাজ্যের বাইরের কয়েকজন তৃণমূল নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন বলে খবর।
মুখ্যমন্ত্রীর আয়োজনে আগামী বুধবার বিজয়া সম্মেলনী হলেও দশমীর পরের দিন থেকেই বিজয়ার শুভেচ্ছা জানাতে কালীঘাটে যাচ্ছেন একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তাঁরা। পুজো মিটলেই পঞ্চায়েত ভোট। তৃণমূল সূত্রে খবর, বিজয়া সম্মেলনীর পরেই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে একগুচ্ছ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। সব মিলিয়ে বিজয়া সম্মেলনী মিটলেই পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে কোমর বেঁধে নামবে তৃণমূল, এমনটাই মনে করা হচ্ছে।
Comments are closed.